হোম > সারা দেশ > ঢাকা

ঈদযাত্রা: তৃতীয় দিনেও পশ্চিমাঞ্চলে টিকিটে যাত্রী চাপ, হিট ১ কোটি ৮০ লাখ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ রেলওয়ের ঈদযাত্রার তৃতীয় দিনের প্রথম ভাগে পশ্চিমাঞ্চলের টিকিট মাত্র দুই ঘণ্টাতেই সিংহভাগ শেষ হয়ে গেছে। রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের টিকিট বিক্রি শুরু হয়। এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা ছিল প্রথম রংপুর বিভাগের, এ বিভাগের সব আন্তনগর ট্রেনেই আধা ঘণ্টাতেই টিকিট বিক্রি শেষ হয়ে গেছে।

প্রথম আড়াই ঘণ্টায় পশ্চিমাঞ্চলের ১৪ হাজার ২৬৯টি টিকিটের মধ্যে ১৪ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে।

আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। প্রথম দিনে পশ্চিমাঞ্চলের অন্য দুই বিভাগ রাজশাহী ও খুলনায় টিকিটের চাহিদা কম থাকলেও তৃতীয় দিনে টিকিটের ব্যাপক চাহিদা ছিল।

রেলওয়ের টিকিট বিক্রিতে যুক্ত সহজ ডটকমের সিইও সন্দ্বীপ দেবনাথ বলেন, প্রথম আড়াই ঘণ্টায় পশ্চিমাঞ্চলের ১৩ হাজার ৪৮৩টি টিকিট বিক্রি হয়ে গেছে। এর মধ্যে পিক আওয়ার সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে যাত্রীদের টিকিট কাটতে প্রায় ১ কোটি ৮০ লাখ হিট পড়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, পশ্চিমাঞ্চল রেলওয়ের উত্তরবঙ্গের ঢাকা-পঞ্চগড় রুটে চলাচলকারী একতা, দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেসের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি।

এরপরই রয়েছে ঢাকা-কুড়িগ্রাম রুটের কুড়িগ্রাম ও রংপুর এক্সপ্রেস এবং ঢাকা-নীলফামারী রুটের চিলাহাটি ও নীলসাগর এক্সপ্রেসের চাহিদা। এই তিন রুটের টিকিট প্রথম ১০ মিনিটেই শেষ হয়ে গেছে।

আর ঢাকা থেকে লালমনিরহাটে চলাচলকারী একমাত্র  হওয়ায় এই রুটের টিকিটও দ্রুততম সময়ে শেষ হয়ে গেছে বরাবরের মতো।

অপর দিকে ঢাকা থেকে রাজশাহীতে চলাচলকারী চার আন্তনগর—পদ্মা, সিল্কসিটি, বনলতা ও রাজশাহী এক্সপ্রেসের টিকিট বিক্রি হতে সময় লেগেছে এক ঘণ্টার মধ্যে। 

আর যশোর ও খুলনা অঞ্চলের তিন আন্তনগর ট্রেন—বেনাপোল, সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেসের টিকিটও কিছু বিক্রি হয়ে গেছে।

ঢাকা রেলস্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রির শুরুতেই উত্তরবঙ্গের টিকিটের অনেক চাহিদা ছিল।

অন্যদিকে বেলা ২টায় শুরু হবে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু