হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে দেওয়া আগুনে দগ্ধ ১

ঢামেক প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে অনাবিল পরিবহনের বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে আব্দুল জব্বার (৩৫) নামে এক যাত্রী দগ্ধ হয়েছেন। শনিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাঁকে রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

আব্দুল জব্বারকে হাসপাতালে নিয়ে যাওয়া অটোরিকশাচালক মো. রমজান আলী জানান, যাত্রাবাড়ীতে অনাবিল পরিবহনের বাসে রাত ৯টার পর আগুন দেয়। সেই বাসের যাত্রী ছিলেন ওই ব্যক্তি। আগুন লাগা অবস্থায় বাস থেকে নেমে আসার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

দগ্ধ ওই ব্যক্তির বরাত দিয়ে রমজান আরও জানান, আব্দুল জব্বার নারায়ণগঞ্জে থাকেন। রাজধানীর রামপুরা থেকে তিনি অনাবিল পরিবহনের বাসে উঠেছিলেন নারায়ণগঞ্জে যাওয়ার জন্য। বাসটি যাত্রাবাড়ীর ফলপট্টি এলাকায় এলে দুর্বৃত্তরা আগুন দেয়। সেই আগুনে দগ্ধ হন তিনি। 

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, ওই ব্যক্তির দুই হাত, দুই পাসহ শরীরের কিছু অংশসহ ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়, রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ীর ফল পট্টির সামনে অনাবিল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পোস্তগোলা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। 

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, অনাবিল পরিবহনের বাসে যাত্রীবেশে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে জানতে পেরেছি, ঘটনার সময় বাস থেকে একজন নামতে গিয়ে আহত হন।’

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে