হোম > সারা দেশ > ঢাকা

স্ত্রীকে ‘শ্বাসরোধে হত্যা করে’ হাসপাতালে আনলেন যুবক

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  

আটক নুর মোহাম্মদ। ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে হাসপাতালে নিয়ে আসার অভিযোগ উঠেছে নুর মোহাম্মদ (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে। আজ শনিবার উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জের করেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা যুবককে ধরে পুলিশে দিয়েছেন।

নিহত নারীর নাম নার্গিস আক্তার (২১)। তিনি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের পলাশপুর গ্রামের হাশেম মিয়ার মেয়ে। তাঁর স্বামী নুর মোহাম্মদের বাড়ি একই ইউনিয়নের গুলগুলিয়ারচর গ্রামে।

নার্গিসের লাশ উদ্ধারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে নার্গিসকে শ্বাসরোধে হত্যা করে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান নুর মোহাম্মদ। পরে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে দেন।

ওসি হাফিজুর রহমান বলেন, ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করে একটি হাসপাতালে নিয়ে এলে স্থানীয়রা স্বামী নুর মোহাম্মদকে আটক করেন। এরপর লাশসহ তাঁকে নিয়ে সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের পলাশপুর গ্রামে নিয়ে আসেন তাঁরা। পরে নিহতের আত্মীয়স্বজন সিরাজদিখান থানায় জানালে আমরা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জানাই। সেখান থেকে পুলিশ এলে নিহতের স্বামীকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশের হাতে তুলে দিই। ওই থানা হত্যাকাণ্ডের বিষয়ে আইনি ব্যবস্থা নেবে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নুর মোহাম্মদকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক