হোম > সারা দেশ > ঢাকা

স্ত্রীকে ‘শ্বাসরোধে হত্যা করে’ হাসপাতালে আনলেন যুবক

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  

আটক নুর মোহাম্মদ। ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে হাসপাতালে নিয়ে আসার অভিযোগ উঠেছে নুর মোহাম্মদ (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে। আজ শনিবার উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জের করেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা যুবককে ধরে পুলিশে দিয়েছেন।

নিহত নারীর নাম নার্গিস আক্তার (২১)। তিনি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের পলাশপুর গ্রামের হাশেম মিয়ার মেয়ে। তাঁর স্বামী নুর মোহাম্মদের বাড়ি একই ইউনিয়নের গুলগুলিয়ারচর গ্রামে।

নার্গিসের লাশ উদ্ধারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে নার্গিসকে শ্বাসরোধে হত্যা করে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান নুর মোহাম্মদ। পরে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে দেন।

ওসি হাফিজুর রহমান বলেন, ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করে একটি হাসপাতালে নিয়ে এলে স্থানীয়রা স্বামী নুর মোহাম্মদকে আটক করেন। এরপর লাশসহ তাঁকে নিয়ে সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের পলাশপুর গ্রামে নিয়ে আসেন তাঁরা। পরে নিহতের আত্মীয়স্বজন সিরাজদিখান থানায় জানালে আমরা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জানাই। সেখান থেকে পুলিশ এলে নিহতের স্বামীকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশের হাতে তুলে দিই। ওই থানা হত্যাকাণ্ডের বিষয়ে আইনি ব্যবস্থা নেবে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নুর মোহাম্মদকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

দ্বিতীয় দিনের মতো রাজধানীতে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার