হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুর জেলা আইনজীবী সমিতি: সভাপতি এমদাদ, সম্পাদক শাকিল

মাদারীপুর প্রতিনিধি

এমদাদুল হক খান ও মাহাবুব হোসেন শাকিল। ছবি: সংগৃহীত

মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবারের এ নির্বাচনে সভাপতি পদে এমদাদুল হক খান ও সাধারণ সম্পাদক পদে মাহাবুব হোসেন শাকিল নির্বাচিত হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে এমদাদুল হক খান ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাফর আলী মিয়া পেয়েছেন ১০৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে মাহাবুব হোসেন শাকিল ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রদীপ চন্দ্র সরকার পেয়েছেন ৪৯ ভোট।

এ ছাড়া জ্যেষ্ঠ সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন আরমিন, আসাদুজ্জামান ও জালালুর রহমান।

সহসভাপতি পদে নির্বাচনে বিজয়ী হয়েছেন মাহবুব হাসান সরেজ; যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাকিলা পারভীন ও মো. মশিউর রহমান পারভেজ; কোষাধ্যক্ষ পদে সুজন ভৌমিক; আপ্যায়ন ও বিনোদন সম্পাদক পদে বদরুন নাহার কলি (বিনা প্রতিদ্বন্দ্বিতায়); লাইব্রেরি সম্পাদক পদে মুনির হাসান মিঠু; মুহুরী সম্পাদক পদে এ কে এম আজিজুল হক মুকুল।

সাধারণ সদস্য পদে পাঁচজন বিজয়ী হয়েছেন। তাঁরা হলেন সৈয়দা তাহমিনা খানম তুলি, মো. এনামুল হক, আব্দুস সালাম, ইকবাল হোসেন ও মো. আবু সুফিয়ান।

জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফরহাদ হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে একটানা বেলা সাড়ে ৩টা পর্যন্ত। মোট ভোটারের সংখ্যা ৩০০ হলেও ভোট পড়েছে ২৯৩টি। কড়া নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু