হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 

জোবায়ের হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে জোবায়ের হোসেন (৩৭) নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। আজ শনিবার বেলা ১টার দিকে উপজেলার গোলামবাজার এলাকায় এ ঘটনা ঘটে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জোবায়েরের বাবাব নাম মীর হাবিবুর রহমান। গোলামবাজার মজিদপাড়ায় তাঁদের বাড়ি। তিনি ইট–বালুর ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোলামবাজারে নিজের ইট–বালুর গদিতে বসা ছিলেন জোবায়ের। বেলা ১টার দিকে স্থানীয় যুবলীগ নেতা সোবহান ঢালীর নেতৃত্বে অর্ধশতাধিক লোক ধারালো অস্ত্র নিয়ে গদিতে হামলা করেন। এ সময় দৌড়ে পালানোর চেষ্টা করেন জোবায়ের। হামলাকারীরা পেছন পেছন দৌড়ে জোবায়েরকে কোপাতে থাকেন। একপর্যায়ে তিনি মরিয়মের চায়ের দোকানে ঢুকে প্রাণ বাঁচানোর আকুতি জানান। হামলাকারীরা সেখান থেকে টেনেহিঁচড়ে দোকানের বাইরে এনে কুপিয়ে ও গুলি করে হত্যা নিশ্চিত করেন। এরপর ককটেল ফাটিয়ে পালিয়ে যান।

স্থানীয় একটি সূত্রে জানা গেছে, গোলামবাজার এলাকায় একটি জমি নিয়ে থানা তাঁতী লীগের সাবেক সভাপতি মোল্লা ফারুক ও জনৈক সেন্টুর মধ্যে বিরোধ চলছে। সম্প্রতি ওই জমি সেন্টু দেখভাল করতে জোবায়েরকে দায়িত্ব দেন। বিষয়টি ভালোভাবে নেননি মোল্লা ফারুক। ওই ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তের জন্য ও আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক