হোম > সারা দেশ > নরসিংদী

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানে প্রেমিকার বাড়িতে প্রেমিকের ‘আত্মহত্যা’

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রেমিকার বাড়িতে গলায় ফাঁস দিয়ে মামুন (২৩) নামে এক যুবকের ‘আত্মহত্যার’ খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের খালিয়াবাইদ গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মামুন মিয়া উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামের মো. আবু ছিদ্দিকের ছেলে। তিনি একজন ট্রাক্টরচালক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, খালিয়াবাইদ গ্রামের এক মেয়ের সঙ্গে এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল মামুনের। বিষয়টি উভয় পরিবারই জানত। কয়েক দিন আগে মামুনের পরিবার থেকে প্রেমিকার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানো হয়। কিন্তু প্রেমিকার পরিবার তাতে সম্মতি দেয়নি। শনিবার রাত ১টার দিকে প্রেমিকার সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যান। কিন্তু প্রেমিকা দেখা করেননি। পরে রাত ২টার দিকে মামুন তাঁর ছোট ভাইকে কল দিয়ে বলেন, ‘আমাকে ক্ষমা করে দিস, আর হয়তো দেখা হবে না।’ 

পরে তাঁকে একাধিকবার কল দেওয়া হলেও রিসিভ করেননি। তাঁর সন্দেহ হলে ওই মেয়ের বাড়িতে যান। তখন ওই বাড়ির বারান্দায় তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান। 

এ বিষয়ে ওই মেয়ের পরিবারের লোকজনের কাছে জানতে চাওয়া হলে তাঁরা কোনো মন্তব্য করেননি। 

কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুর রহমান দুলাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটা প্রেমঘটিত ঘটনা হতে পারে। 

এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। 

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার