হোম > সারা দেশ > ঢাকা

ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় ছাত্র অধিকারের মামুনকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুন। আজ সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস-সামছ জগলুল হোসেনের আদালত মামুনকে মামলা থেকে অব্যাহতির আদেশ দেন। 

রাজধানীর কোতোয়ালি থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীর দায়ের করা এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করেন মামুনের আইনজীবী শিশির মনির। শুনানি শেষে ট্রাইব্যুনাল ওই আবেদন মঞ্জুর করে মামুনকে অব্যাহতি দেন। ট্রাইব্যুনাল আদেশে উল্লেখ করেন, মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করার মতো কোনো উপাদান এই মামলায় নেই। এই কারণে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ এর (১) (ক) ধারায় অব্যাহতি দেওয়া হলো। 

 ২০২০ সালের ২১ সেপ্টেম্বর রাজধানীর কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে এ মামলা করেন ঢাবির এক ছাত্রী। এ মামলায় ধর্ষণ, ধর্ষণে সহযোগিতার অভিযোগে ও ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয়জনকে আসামি করা হয়। 

গত বছরের ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে ছাত্র অধিকারের হাসান আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ (১) ধারায় অভিযোগ আনা হয়। তবে এ মামলায় নুরুল হক নুরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতির আবেদন করে পুলিশ। গত বছরের ৫ অক্টোবর নুরসহ পাঁচজনকে অব্যাহতি দেন আদালত। 

এ মামলায় অভিযোগ করা হয়, এজাহার নামীয় আসামিরা ওই নারী শিক্ষার্থীকে অপহরণ করার পর তাঁকে ধর্ষণ করা হয়। একই সঙ্গে পারস্পরিক যোগসাজশে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয় প্রতিপন্ন করার জন্য কুৎসা রটানো হয়। 

এই মামলা করার আগের দিন রাজধানীর লালবাগ থানায় মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে একটি মামলা করা হয়। ওই মামলায়ও মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি বিচারাধীন রয়েছে। 

মাহদীর মুক্তির দাবিতে বৈছাআ নেতা-কর্মীদের শাহবাগ অবরোধ

হাদি হত্যা মামলার চার্জশিট না দেওয়া পর্যন্ত ‘মার্চ ফর ইনসাফ’ করবে ইনকিলাব মঞ্চ

ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, থানায় লাশ রেখে ৪ লাখে রফাদফা

ভেনেজুয়েলা তেলশিল্পকে রাষ্ট্রীয়করণ করায় যুক্তরাষ্ট্রের হামলা: উদীচী

বুয়েটের নকশা করা ব্যাটারি রিকশা ঢাকার যে দুটি এলাকায় চলাচলের অনুমতি পেল

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা

হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ