হোম > সারা দেশ > ঢাকা

ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় ছাত্র অধিকারের মামুনকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুন। আজ সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস-সামছ জগলুল হোসেনের আদালত মামুনকে মামলা থেকে অব্যাহতির আদেশ দেন। 

রাজধানীর কোতোয়ালি থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীর দায়ের করা এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করেন মামুনের আইনজীবী শিশির মনির। শুনানি শেষে ট্রাইব্যুনাল ওই আবেদন মঞ্জুর করে মামুনকে অব্যাহতি দেন। ট্রাইব্যুনাল আদেশে উল্লেখ করেন, মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করার মতো কোনো উপাদান এই মামলায় নেই। এই কারণে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ এর (১) (ক) ধারায় অব্যাহতি দেওয়া হলো। 

 ২০২০ সালের ২১ সেপ্টেম্বর রাজধানীর কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে এ মামলা করেন ঢাবির এক ছাত্রী। এ মামলায় ধর্ষণ, ধর্ষণে সহযোগিতার অভিযোগে ও ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয়জনকে আসামি করা হয়। 

গত বছরের ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে ছাত্র অধিকারের হাসান আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ (১) ধারায় অভিযোগ আনা হয়। তবে এ মামলায় নুরুল হক নুরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতির আবেদন করে পুলিশ। গত বছরের ৫ অক্টোবর নুরসহ পাঁচজনকে অব্যাহতি দেন আদালত। 

এ মামলায় অভিযোগ করা হয়, এজাহার নামীয় আসামিরা ওই নারী শিক্ষার্থীকে অপহরণ করার পর তাঁকে ধর্ষণ করা হয়। একই সঙ্গে পারস্পরিক যোগসাজশে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয় প্রতিপন্ন করার জন্য কুৎসা রটানো হয়। 

এই মামলা করার আগের দিন রাজধানীর লালবাগ থানায় মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে একটি মামলা করা হয়। ওই মামলায়ও মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি বিচারাধীন রয়েছে। 

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে

কেরানীগঞ্জে সড়কে পৃথক দুর্ঘটনা, নিহত ২

ওসমান হাদি হত্যায় ১৭ আসামির কার কী ভূমিকা

ভিডিওটি শুটার ফয়সালের, এটা ঠিক, কিন্তু সে দুবাইয়ে নেই: ডিবিপ্রধান

চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: সম্পূরক অভিযোগপত্রে আসামি ঢাবির আরও ৭ শিক্ষার্থী

হাদি হত্যায় যুবলীগ নেতা বাপ্পীর সংশ্লিষ্টতা, শুটার ফয়সালসহ অভিযোগপত্রে আসামি ১৭: ডিবি

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাটকা জব্দ

কেরানীগঞ্জে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের জমি-গাড়ি জব্দ করে ‘রিসিভার’ নিয়োগ