হোম > সারা দেশ > মানিকগঞ্জ

নিখোঁজের ১ দিন পর গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

মানিকগঞ্জের শিবালয়ে স্থানীয়দের সহায়তায় নিহত নূরজাহান বেগমের লাশ উদ্ধার করছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের শিবালয়ে নিখোঁজের একদিন পর নূরজাহান বেগম (৩৫) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার বোয়ালী পাড়া বাড়ির পাশে ফসলের মাঠে এই ঘটনা ঘটে।

নিহত নুরজাহান বেগম বোয়ালী পাড়ার একলাস উদ্দিনের স্ত্রী। তাঁদের ঘরে তিন সন্তান আছে। লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মজিবুর রহমান।

নিহতের স্বামী একলাস উদ্দিন জানান, গতকাল সোমবার সন্ধ্যারাতে পরিবারের সবাই এক সঙ্গে খাবার খেয়ে শুয়ে পড়ি। রাত ৯টার দিকে নুরজাহান বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ সময় বাড়ির সবাই তাঁকে খোঁজাখুঁজি করি। আজ মঙ্গলবার বিভিন্ন জায়গায় তাঁকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।

একলাস উদ্দিন আরও জানান, আজ দুপুরের দিকে প্রতিবেশী একজন মাঠে ঘাস কাটতে গিয়ে নুরজাহান বেগমের লাশ দেখতে পেয়ে বাড়িতে খবর দেয়। পরে সবাই গিয়ে দেখি গলাকাটা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্নসহ বিবস্ত্র অবস্থায় নুরজাহানের লাশ পড়ে আছে। বিকেলের দিকে পুলিশ লাশ উদ্ধার করে।

ওসি মজিবুর রহমান বলেন, খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে নুরজাহানের লাশ উদ্ধার করেছে। তাঁর গলাকাটা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ

সাংবাদিক আনিস আলমগীরকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ