নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। আজ সোমবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ বদলি করা হয়।
ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী সাহানকে খিলক্ষেত থানায় এবং খিলক্ষেত থানার ওসি মুন্সী ছাব্বীর আহম্মদকে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
একই আদেশে কাজী সাহানকে গোয়েন্দা ওয়ারী বিভাগে বিভাগে বদলির আগের আদেশ বাতিল করার বিষয়টিও জানানো হয়। অবিলম্বে এ আদেশ কার্যকর করার নির্দেশনাও জানানো হয়েছে আদেশে।