হোম > সারা দেশ > মানিকগঞ্জ

গৃহবধূকে ধর্ষণের পর হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

মানিকগঞ্জ প্রতিনিধি

গৃহবধূকে ধর্ষণের পর হত্যার দায়ে মানিকগঞ্জে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় দেন। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন–মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাশাইল গ্রামের নূরুল হক, আবুল কাশেম, আমিনুর রহমান, তাজুল ইসলাম ও বাহেজ উদ্দিন।

নিহত গৃহবধূ শিউলী আক্তার দৌলতপুর উপজেলার বাশাইল গ্রামের তৈমুদ্দিনের মেয়ে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৮ নভেম্বর রাতে দৌলতপুর উপজেলার জিয়নপুর বাজারের পাশে গৃহবধূ শিউলীকে দল বেঁধে ধর্ষণ করেন নুরুল হক, আবুল কাশেম, তাজুল ইসলাম, বাহেজ উদ্দিন, আলমাছ, মহিদুর রহমান ও আল মুরাদ। পরে ওই গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর তাঁরা পালিয়ে যান।

পরের দিন সকালে বাঁশঝাড়ের ভেতর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিন নিহত গৃহবধূর বাবা বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ের কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন।

থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মামলাটি তদন্ত করে ঘটনার সঙ্গে ওই সাতজনের সম্পৃক্ততা পান। পরে এ মামলায় সাতজনকে আসামি করা হয়। এরপর ২০১৪ সালের ৩০ এপ্রিল মামলা তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় নূরুল, কাশেম, আমিনুর, তাজুল ও বাহেজকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি আসামিদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালন করেন সহকারী কৌঁসুলি (এপিপি) মথুরনাথ সরকার এবং আসামিপক্ষে ছিলেন প্রবীণ আইনজীবী এ কে এম আজিজুল হক ও রেজা ফেরদৌস।

এদিকে মামলার রায় ঘোষণার পর আসামিপক্ষের আইনজীবীরা উচ্চ আদালতে আপিল করার কথা জানান।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট