হোম > সারা দেশ > ঢাকা

ছিনতাইকারী সন্দেহে ধাওয়া, ৩ জনের বুড়িগঙ্গায় ঝাঁপ, পাড়ে উঠলে পিটুনিতে নিহত ১

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

ঢাকার চকবাজারে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আছেন আরও দুজন।

আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে চকবাজারের চম্পাতলী এলাকায় এ ঘটনা ঘটে।গণপিটুনিতে আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সকাল সোয়া ৭টার দিকে একজনকে মৃত ঘোষণা করেন।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) সোয়াইব হাসান জানান, ভোরে বুড়িগঙ্গা নদীর ওপারে কেরানীগঞ্জে ছিনতাইকারী সন্দেহে কয়েকজনকে স্থানীয়রা ধাওয়া করে। তখন ছিনতাইকারীদের মধ্যে কয়েকজন পালিয়ে গেলেও তিনজন নদীতে ঝাঁপ দেন এবং সাঁতরে চকবাজারের চম্পাতলী ঘাটে চলে আসেন। এ সময় ওপার থেকে স্থানীয় লোকজন চিৎকার করতে থাকে। ছিনতাইকারীরা চকবাজার চম্পাতলী ঘাটে উঠলে স্থানীয়রা তাঁদের মধ্যে দুজনকে আটক করে পিটুনি দেয়। এ সময় আরেকজন পালিয়ে যান।

উপপরিদর্শক আরও জানান, গণপিটুনির শিকার দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। একই ঘটনায় কেরানীগঞ্জ থানার পুলিশ গণপিটুনির শিকার আরও এক ছিনতাইকারীকে আটক করে। তাঁকেও ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থাও গুরুতর।

এসআই জানান, ছিনতাইকারীদের বয়স ২০ থেকে ২৫ বছর হবে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তাঁদের নাম পরিচয় জানা যায়নি।

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ