হোম > সারা দেশ > টাঙ্গাইল

পাগলাটে আচরণে নাকাল পুলিশ

মির্জাপুর প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের দেওহাটায় এক ব্যক্তির পাগলাটে আচরণে বিপাকে পড়েছে পুলিশ। আজ বুধবার সকালে ওই ব্যক্তি এ ঘটনা ঘটান। 

জানা গেছে, আজ বুধবার সকালে দেওহাটা ব্রিজের নিচে একটি পুকুরে লাফ দিয়ে পানিতে পড়ে অপরিচিত এক ব্যক্তি ডুবে ছোটাছুটি করতে থাকেন। স্থানীয়রা দেখে মির্জাপুর থানার পুলিশে খবর দেয়। পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধারের জন্য বহু চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে পুলিশ গিয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে দমকল বাহিনীর ডুবুরি দল গিয়ে তাঁকে উদ্ধারের চেষ্টা চালায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজে নামামাত্র লোকটি হাঁসের মতো ডুব দিয়ে লুকোচুরি খেলতে থাকেন।

এ সময় পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর তাঁকে উদ্ধার করতে সক্ষম হন। তাঁর নাম-ঠিকানা জিজ্ঞেস করলে কিছুই বলেন না। ঠিকানা লেখার জন্য কাগজ দিলে তাও খেয়ে ফেলেন। 

পুলিশের ধারণা, লোকটি সদ্যই পাগল হয়ে থাকতে পারে। 

যদি কেউ অজ্ঞাত ব্যক্তির নাম-ঠিকানা জেনে থাকেন, তাহলে তাঁকে মির্জাপুরের দেওহাটা ফাঁড়ির আইসি উপপরিদর্শক (এসআই) আইয়ূব খানের মোবাইল নম্বরে (০১৭১১৩৩২৩৬৮) যোগাযোগ করতে বলা হয়েছে। 

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, অপরিচিত এই লোক যেকোনো কারণে সদ্য মানসিক ভারসাম্য হারিয়ে থাকতে পারেন। তাঁকে উদ্ধার করে পুলিশের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে বলে তিনি জানিয়েছেন। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট