হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে এইচএসসি পরীক্ষাকেন্দ্রের সামনে গুলি, যুবক আটক

মুন্সিগঞ্জ প্রতিনিধি

পুলিশের সঙ্গে সাব্বির হোসেন ওরফে দিপুর ধস্তাধস্তি হয়। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ সদর উপজেলার একটি এইচএসসি পরীক্ষাকেন্দ্রের সামনে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। আজ রোববার (২৯ জুন) বেলা ১টার দিকে পূর্ব দেওসার এলাকায় রামপাল কলেজ থেকে পরীক্ষার্থী বের হওয়ার সময় একটি প্রাইভেট কার ও মোটরসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে প্রাইভেট কারে থাকা যুবক সাব্বির হোসেন ওরফে দিপু (২৯) পুলিশের হাত থেকে পালানোর জন্য তিনটি গুলি ছোড়ে। যুবককে ধরতে গিয়ে ধস্তাধস্তির সময় তিন পুলিশ সদস্য আহত হন।

ঘটনার সময় পুলিশের সঙ্গে যুবকের ধস্তাধস্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে যুবক দিপু রিভলবার বের করে গুলি ছোড়ে। তবে উপস্থিত পুলিশ সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় শেষ পর্যন্ত তাঁকে আটক করা সম্ভব হয়।

আটক দিপু নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার মাসদাইর এলাকার হাজি আবুল কালাম তালুকদারের ছেলে। তাঁর কাছ থেকে একটি ২২ বোর রিভলবার, দুটি তাজা গুলি, ৭০টি ইয়াবা এবং একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ।

যুবককে ধরতে গিয়ে ধস্তাধস্তিতে আহত পুলিশ সদস্যরা হলেন হাতিমাড়া পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক এমদাদুল হক (৪২), পুলিশ কনস্টেবল সাজেদুর রহমান (২৬) ও রবিউল আলম চৌধুরী (৪৯)। পুলিশ জানায়, তাঁরা ঘটনাস্থলে এগিয়ে গেলে ওই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ধাওয়া দিয়ে তাঁকে ধরে ফেলা হয়। পরে তাঁকে সদর থানায় নিয়ে যাওয়া হয়।

আটক সাব্বির হোসেন ওরফে দিপু। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করে অস্ত্র ও মাদকসহ থানায় নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট