হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আদালতে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জে ব্যবসায়ী নুরুল হক মোল্লা হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আরও ৮ জনকে যাবজ্জীবন ও ১ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মিলন (৪৯) ও সজিব (৪১)। আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আলম, জুবায়ের, মোজাম্মেল, আমিনুল, আব্দুল হক, বাবুল, লস্কর আহমেদ জীবন ও রহমত আলী। এর মধ্যে লস্কর আহমেদ জীবন ও রহমত আলী পলাতক রয়েছেন।

আদালতে পুলিশের পরিদর্শক কাইউম খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০০৯ সালে নুরুল হক মোল্লা রাতে খাওয়া-দাওয়া করে তাঁর রাইস মিলে ঘুমাতে যান। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিখোঁজের তিন দিন পর ঢাকা-সিলেট মহাসড়কের পাশে পানিতে বস্তাবন্দী অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়।

মামলায় সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আজ আদালত ২ জনের মৃত্যুদণ্ডসহ ৮ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। মামলার রবিন নামের এক আসামির বিরুদ্ধে কোনো সাক্ষ্যপ্রমাণ না থাকায় আদালত তাঁকে বেকসুর খালাস দেন।

৯৯৯-এ ফোন করে স্ত্রীর বিরুদ্ধে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ ঢাকায় কর্মরত পাকিস্তানি নাগরিকের

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে