হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আদালতে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জে ব্যবসায়ী নুরুল হক মোল্লা হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আরও ৮ জনকে যাবজ্জীবন ও ১ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মিলন (৪৯) ও সজিব (৪১)। আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আলম, জুবায়ের, মোজাম্মেল, আমিনুল, আব্দুল হক, বাবুল, লস্কর আহমেদ জীবন ও রহমত আলী। এর মধ্যে লস্কর আহমেদ জীবন ও রহমত আলী পলাতক রয়েছেন।

আদালতে পুলিশের পরিদর্শক কাইউম খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০০৯ সালে নুরুল হক মোল্লা রাতে খাওয়া-দাওয়া করে তাঁর রাইস মিলে ঘুমাতে যান। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিখোঁজের তিন দিন পর ঢাকা-সিলেট মহাসড়কের পাশে পানিতে বস্তাবন্দী অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়।

মামলায় সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আজ আদালত ২ জনের মৃত্যুদণ্ডসহ ৮ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। মামলার রবিন নামের এক আসামির বিরুদ্ধে কোনো সাক্ষ্যপ্রমাণ না থাকায় আদালত তাঁকে বেকসুর খালাস দেন।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯