হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দরে পাওয়া শিশুটি ঢামেকে, দত্তক নিতে চান শতাধিক দম্পতি

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাওয়া শিশুটি এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আছে। দুয়েক মধ্যে তাকে আজিমপুর শিশু নিবাসে দেওয়া হবে।

আজ শনিবার ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢামেক পরিচালক বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন কিছুটা ঠাণ্ডা-কাশি ছিল। তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। এখন অনেকটাই সুস্থ। পুরোপুরি সুস্থ হলে আজিমপুর শিশুনিবাসে দেওয়া হবে।

আজ ওয়ার্ডে গিয়ে দেখা যায়, একজন নারী পুলিশ সদস্য শিশুটির পরিচর্যা করছেন। শিশুটিকে ফিডারে করে দুধ দিচ্ছেন তিনি।

শিশুটিকে পরিচর্যার দায়িত্বে থাকা নার্স জিনাত রেহানা বলেন, সকাল থেকে এই শিশুটিকে নিয়েই আছি। এক পুলিশ সদস্য আছেন। তার একার পক্ষে সম্ভব হয় না। তাই আমিও সাহায্য করছি। ঠাণ্ডা ছাড়া শিশুটির শারীরিক কোনো সমস্যা নেই। তবে একটু পরপর ক্ষুধায় কান্নাকাটি করছে। তবে পেট ভরা থাকলে আর কান্নাকাটি করে না।

এদিকে শিশুটিকে দত্তক নিতে পুলিশের কাছে আগ্রহ প্রকাশ করেছেন শতাধিক নিঃসন্তান দম্পতি।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর আজকের পত্রিকাকে বলেন, শিশুটিকে দত্তক নিতে শতাধিক পরিবার যোগাযোগ করেছে। আমরা যাচাই-বাছাই করে ভালো একটা পরিবারের কাছে তাকে দত্তক দেওয়ার কথা ভাবছি।

শিশুটির মায়ের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে  এই পুলিশ কর্মকর্তা বলেন, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। বাচ্চাটাকে ফেরত নিতে তাদের তেমন আগ্রহ নেই। আমরাও জোর করে দিতে চাই না। জোর করে দিলে আবার কোথাও ফেলে যাবে। যদি তার মা আগ্রহ দেখিয়ে নিয়ে যেতে চান, আমরা দিয়ে দিবো।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট