হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের সংঘর্ষ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে হাসান (১৭) ও ইয়াসিন (১৬) নামে দুই কিশোর আহত হয়েছে। এর মধ্যে হাসান ছুরিকাঘাতে আহত হয়।   

গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চর মিরেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। মারামারিতে আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করে। 

এ ঘটনায় স্থানীয়রা সিয়াম (১৫) ও ওমর ফারুক (১৮) নামে গ্যাংয়ের দুই কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আটক সিয়াম (১৫) ও ওমর ফারুক (১৮) স্থানীয় কিশোর গ্যাং লাদেন গ্রুপের সদস্য। এই লাদেন গ্রুপের সদস্যরা ছিনতাই ও মাদকের সঙ্গে জড়িত। 

গতকাল রাতে তুচ্ছ ঘটনায় সিয়াম ও ওমর ফারুকসহ লাদেন গ্রুপের বেশ কয়েকজন সদস্য মিলে হাসানকে ছুরিকাঘাত করে এবং ইয়াসিনকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এ সময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে সিয়াম ও ওমর ফারুককে আটক করে এবং আহতদের দ্রুত হাসপাতালে প্রেরণ করে। 

ইকুরিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবুল কালাম আজাদ জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গেলে স্থানীয়রা ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই কিশোরকে পুলিশে সোপর্দ করে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি