হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের সংঘর্ষ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে হাসান (১৭) ও ইয়াসিন (১৬) নামে দুই কিশোর আহত হয়েছে। এর মধ্যে হাসান ছুরিকাঘাতে আহত হয়।   

গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চর মিরেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। মারামারিতে আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করে। 

এ ঘটনায় স্থানীয়রা সিয়াম (১৫) ও ওমর ফারুক (১৮) নামে গ্যাংয়ের দুই কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আটক সিয়াম (১৫) ও ওমর ফারুক (১৮) স্থানীয় কিশোর গ্যাং লাদেন গ্রুপের সদস্য। এই লাদেন গ্রুপের সদস্যরা ছিনতাই ও মাদকের সঙ্গে জড়িত। 

গতকাল রাতে তুচ্ছ ঘটনায় সিয়াম ও ওমর ফারুকসহ লাদেন গ্রুপের বেশ কয়েকজন সদস্য মিলে হাসানকে ছুরিকাঘাত করে এবং ইয়াসিনকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এ সময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে সিয়াম ও ওমর ফারুককে আটক করে এবং আহতদের দ্রুত হাসপাতালে প্রেরণ করে। 

ইকুরিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবুল কালাম আজাদ জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গেলে স্থানীয়রা ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই কিশোরকে পুলিশে সোপর্দ করে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা