হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের সংঘর্ষ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে হাসান (১৭) ও ইয়াসিন (১৬) নামে দুই কিশোর আহত হয়েছে। এর মধ্যে হাসান ছুরিকাঘাতে আহত হয়।   

গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চর মিরেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। মারামারিতে আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করে। 

এ ঘটনায় স্থানীয়রা সিয়াম (১৫) ও ওমর ফারুক (১৮) নামে গ্যাংয়ের দুই কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আটক সিয়াম (১৫) ও ওমর ফারুক (১৮) স্থানীয় কিশোর গ্যাং লাদেন গ্রুপের সদস্য। এই লাদেন গ্রুপের সদস্যরা ছিনতাই ও মাদকের সঙ্গে জড়িত। 

গতকাল রাতে তুচ্ছ ঘটনায় সিয়াম ও ওমর ফারুকসহ লাদেন গ্রুপের বেশ কয়েকজন সদস্য মিলে হাসানকে ছুরিকাঘাত করে এবং ইয়াসিনকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এ সময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে সিয়াম ও ওমর ফারুককে আটক করে এবং আহতদের দ্রুত হাসপাতালে প্রেরণ করে। 

ইকুরিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবুল কালাম আজাদ জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গেলে স্থানীয়রা ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই কিশোরকে পুলিশে সোপর্দ করে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১