গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় ফুটপাতে থাকা সাতটি কাপড় ও জুতার দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে চারটি দোকানের জামাকাপড় পুড়ে যায়।
আজ সোমবার ভোরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজারের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশের ফুটপাতের কাপড়ের দোকানে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানি নাসিরউদ্দিন বলেন, ‘রাত আনুমানিক সাড়ে ১১টার সময় মালামাল গুছিয়ে বাসায় যাই। ফজরের আজানের একটু আগে বাজারে আগুন লাগছে বলে জানতে পারি। এরপর দ্রুত বাজারে এসে দেখি আমার দোকানে আগুন জ্বলছে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আনে, ততক্ষণে আমার দোকানের সমস্ত জামাকাপড় পুড়ে গেছে।’
জুতার দোকানি সেলিম মিয়া বলেন, ‘খবর পেয়ে বাজারে এসে দেখি আমার মালামাল দাউ দাউ করে জ্বলছে। একটা মালামালও বের করতে পারিনি। চোখের সামনে নিজের দোকান পুড়তে দেখলাম।’
লায়ন মিয়া নামে এক দোকানি বলেন, ‘বাজার থেকে আমার বাসা দূরে থাকায় ভোরে আগুন লাগার খবর পাইনি। সকালে এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। ফুটপাতে দোকান পরিচালনা করে আমার সংসার চলে। এখন পথে বসা ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই।’
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বেলাল আহমেদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্তের পর আগুন লাগার কারণ জানা যাবে। ক্ষতির পরিমাণ পরবর্তীতে বলা যাবে।