হোম > সারা দেশ > ঢাকা

রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে ব্যাটারি চালিত অটোরিকশায় ওড়না পেঁচিয়ে মীম (১৭) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় এ খবর নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান। বিকেলে সাভারের কলমার আউকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মীম গোলাপগঞ্জ জেলার পাটগাতি গ্রামের পান্নু মিয়ার মেয়ে। সে রিকশাচালক বাবার সঙ্গে রাজধানীর মিরপুর এলাকায় বসবাস করতো। সে মিরপুর থেকে সাভারের কলমায় তার খালা নাজমা বেগমের বাড়িতে বেড়াতে আসছিল। 

রিকশাচালক ইব্রাহিম বলেন, ‘আমি চারাবাগ থেকে তাকে কলমা এলাকায় নিয়ে যাচ্ছিলাম। আউকপাড়া এলে তার ওড়না চাকার সঙ্গে জড়িয়ে যায়। এ সময় সে পড়ে গিয়ে অচেতন হলে আমি সাভার ল্যাব জোন ক্লিনিকে নেই। তারা এনাম মেডিকেলে নেওয়ার পরামর্শ দিলে সেখানে নিয়ে যাই। পরে কর্তব্যরত ডাক্তার দেখে তাকে মৃত ঘোষণা করেন।’

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।’

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ