হোম > সারা দেশ > ঢাকা

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

আজকের পত্রিকা ডেস্ক­

বিদেশে উচ্চশিক্ষার কথা বলে অর্থ আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার ডিআরইউ এর সাগর-রুণি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। এর আগে গত ১৭ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে তারা এ সমস্যা নিয়ে একটি সংবাদ সম্মেলন করেছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক বিদেশি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি জমা দেওয়ার নামে প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে গড়ে প্রায় ২০ লাখ টাকা করে নেয়, কিন্তু পরে এসব টাকা বিদেশি প্রতিষ্ঠানে জমা না দিয়ে তারা আত্মসাৎ করে।

মারিয়া নামে এক ভুক্তভোগী অভিযোগ করেছেন, তার কাছ থেকে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক প্রায় ৫৪ লাখ টাকা নেয়।

শিক্ষার্থীরা বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা বলেন, ‘ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এবং প্রয়োজনে আমরণ অনশন করব।’

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে সকল পাওনা অর্থ জরিমানা সহ ফেরত দেওয়া, প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে এ ধরনের প্রতারণা রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণ।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট