হোম > সারা দেশ > ঢাকা

দেশের নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী নির্বাচন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। আজ সোমবার কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিপ্লোম্যাটিক করসপনডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

চার্লস হোয়াইটলি বলেন, আসছে নির্বাচন আমরা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করবে ইইউ। এটা কোনো ইভেন্ট নয়, এটি একটি প্রক্রিয়া যেখানে ভোটারের মতামত প্রতিফলিত হয়। নির্বাচন আন্তর্জাতিক সম্প্রদায় ফলো করবে। কারণ সকলের কাছেই বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার। 

ইইউর রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ এখন অর্থনীতি এবং উন্নয়নের কেন্দ্র বিন্দু। যে কারণে এই দেশের উন্নয়ন, গণতন্ত্র, ভোটসহ সার্বিক বিষয়ে আন্তর্জাতিক বিশ্বের আগ্রহ আছে। আসন্ন নির্বাচন কেমন হচ্ছে এই বিষয়ে আন্তর্জাতিক বিশ্বের আগ্রহ আছে মানেই এই নয় যে তারা এই ভোটে হস্তক্ষেপ করতে চায়। 

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে তিনি বলেন, সরকারের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি আমাদের উদ্বেগের স্থানগুলোকে গুরুত্ব দেওয়া হবে। 

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ইইউ রাষ্ট্রদূত। এ সময় তিনি স্থানীয় ধর্মীয় এবং রাজনৈতিক নেতাদের কাছে সংখ্যালঘুদের নিরাপদ রাখার বিষয়টি গুরুত্ব দিতে আহ্বান জানান।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি