হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসচাপায় এক ব্যক্তির মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় যাত্রীবাহী বাসের চাপায় আলাউদ্দিন মোল্লা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ওই ব্যক্তি পেশায় প্রাইভেট কারের চালক ছিলেন। 

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় আলাউদ্দিনকে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন। 

যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. বেলাল হুসাইন জানান, সকালে কাজলার ভাঙ্গাপ্রেস ব্রিজের গোড়ায় ঢাকা নগর পরিবহন নামে একটি বাসের চাপায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। খবর পেয়ে দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, ওই ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন নাকি ওই বাস থেকে নামতে গিয়ে বাসের চাপা পড়েছেন তা আশপাশের কেউ জানাতে পারেননি। তবে ঘটনার পরপরই বাসচালক ও তাঁর সহযোগী বাস রেখে পালিয়ে গেছেন। বসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

এদিকে হাসপাতালে নিহতের ভাতিজা মো. লিটন জানান, তাঁদের বাড়ি বরিশাল জেলার কাজীরহাট থানার নলবুনিয়া গ্রাম। তাঁর চাচা যাত্রাবাড়ীর মৃধাবাড়ী এলাকায় স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন। তিনি প্রাইভেট কার চালাতেন। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছুই জানেন না। পুলিশের মাধ্যমে খবর পেয়ে তিনি হাসপাতালে এসে চাচার মৃতদেহ দেখতে পান।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট