হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসচাপায় এক ব্যক্তির মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় যাত্রীবাহী বাসের চাপায় আলাউদ্দিন মোল্লা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ওই ব্যক্তি পেশায় প্রাইভেট কারের চালক ছিলেন। 

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় আলাউদ্দিনকে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন। 

যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. বেলাল হুসাইন জানান, সকালে কাজলার ভাঙ্গাপ্রেস ব্রিজের গোড়ায় ঢাকা নগর পরিবহন নামে একটি বাসের চাপায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। খবর পেয়ে দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, ওই ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন নাকি ওই বাস থেকে নামতে গিয়ে বাসের চাপা পড়েছেন তা আশপাশের কেউ জানাতে পারেননি। তবে ঘটনার পরপরই বাসচালক ও তাঁর সহযোগী বাস রেখে পালিয়ে গেছেন। বসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

এদিকে হাসপাতালে নিহতের ভাতিজা মো. লিটন জানান, তাঁদের বাড়ি বরিশাল জেলার কাজীরহাট থানার নলবুনিয়া গ্রাম। তাঁর চাচা যাত্রাবাড়ীর মৃধাবাড়ী এলাকায় স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন। তিনি প্রাইভেট কার চালাতেন। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছুই জানেন না। পুলিশের মাধ্যমে খবর পেয়ে তিনি হাসপাতালে এসে চাচার মৃতদেহ দেখতে পান।

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ

ভাষানটেকে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

স্বেচ্ছাসেবক দলের নেতার সঙ্গে গুলিবিদ্ধ মাসুদ ঢামেকে

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

রাজধানীর খিলক্ষেতে মাইক্রোবাসের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

নিখোঁজ এনসিপি সদস্য ওয়াসিমের সন্ধান মিলল মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে