দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ আগামী রোববার ৯ ঘণ্টা চালানো হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বের শেষ দিনে আখেরি মোনাজাত উপলক্ষে যাত্রীদের চলাচলের সুবিধার্থে ২২ জানুয়ারি (রোববার) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা মেট্রোরেল চলাচল করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এদিন ২২ জানুয়ারি (রোববার) বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এমআইরটি পাস বিক্রি বন্ধ থাকবে।