হোম > সারা দেশ > ঢাকা

ফেসবুক পোস্টে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভার উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী নাদিয়া নুর তনু ফেসবুকে পোস্টে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। কারণ হিসেবে তাঁর বাবার গুরুতর অসুস্থতার কথা উল্লেখ করেন। আজ রোববার রাতে নাদিয়া নুর তনু তাঁর ফেসবুক আইডিতে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দিয়ে পোস্ট দেন। 

নাদিয়া নূর তনু বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসীম (পাভেল) এর মেয়ে। 

নাদিয়া নুর তনু তার নিজ ফেসবুক আইডিতে পোস্টে লিখেন, ‘বিশেষ ঘোষণা:  প্রিয় সাভার উপজেলাবাসী আমি নাদিয়া নুর (তনু), আমার পিতা আলহাজ্ব আবু আহমেদ নাসীমের (পাভেল) শারীরিক অসুস্থতা জনিত কারণে লাইফ সাপোর্টে থাকার জন্য নির্বাচনে মনোনিবেশ করতে পারছি না। আমি জনগণের পাশে থাকতে চাই তবে আমার পিতার এই ক্রান্তিলগ্নে আমি নিজেকে তার পাশে রাখতে চাই, এবং এ জন্যই আমি কারও দ্বারা প্রভাবিত না হয়ে স্বেচ্ছায় নিজেকে নির্বাচন  প্রচারণা থেকে সরিয়ে নিচ্ছি। আমি আপনাদের মেয়ে,  ইনশাআল্লাহ নির্বাচন করি অথবা না করি আপনারা আমাকে আপনাদের পাশে আজীবন পাবেন।  পরিশেষে আমার পিতার সুস্থতা কামনায় আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি।’ 

এ বিষয়ে নাদিয়া নুর তনুকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায়নি। 

সাভারে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট প্রার্থী ছিলেন ৩ জন। বাকি দুজন হলেন ঢাকা জেলা উত্তর যুব মহিলা লীগের সহসভাপতি মনিকা হাসান এবং ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন আক্তার সুমী। আগামী ২১ মে সাভার উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট