হোম > সারা দেশ > ঢাকা

ধর্ষণের বিচার দাবিতে মধ্যরাতে জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

জাবি প্রতিনিধি 

৪৮ ঘণ্টার মধ্যে বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল শনিবার রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের রফিক-জব্বার হল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এসে শেষ হয়। এরপর রাত আড়াইটা থেকে তিনটা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীদের ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘তুমি কে? আমি কে? আছিয়া, আছিয়া’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের রফিক-জব্বার হল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। ছবি: আজকের পত্রিকা

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আলী চিশতি বলেন, ‘গত কয়েক দিনে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় সরকার নীরব ভূমিকা পালন করছে। এর প্রতিবাদে আমরা আজকে প্রতীকী অবরোধ করেছি। ধর্ষণের ঘটনাগুলোয় জড়িত ধর্ষকদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনা হলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক পুনরায় অবরোধ করে দেশ অচল করে দেব।’

৪৮ ঘণ্টার মধ্যে বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, ‘আমরা প্রতিদিনই ধর্ষণের মতো ঘটনা ঘটতে দেখছি। মাগুরায় ও গাজীপুরে শিশুকে ধর্ষণের মতো ঘটনা ঘটেছে। একটি রাষ্ট্রের দায়িত্ব তাঁর নাগরিককে নিরাপত্তা দেওয়া। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ধর্ষকদের গ্রেপ্তার করে বিচার না করলে আমরা আরও কঠোর আন্দোলনের ডাক দেব।’

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার