হোম > সারা দেশ > ঢাকা

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রী তাহিয়া কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফ।

এর আগে আজ বুধবার দুপুরে নিখোঁজ শিক্ষার্থীর বাবা মো. আব্দুল কুদ্দুস ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ জানিয়েছে, দ্বিতীয় সেমিস্টারে অধ্যয়নরত ওই ছাত্রী ফাইনাল পরীক্ষা শেষে গত সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হয়েছিলেন। পরে সিসিটিভির ফুটেজ অনুযায়ী, সর্বশেষ তাঁকে বসুন্ধরা ঘাটপাড় এলাকায় দেখা যায়। এরপর থেকে ওই শিক্ষার্থীর মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছিল।

জিডির তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফ বলেন, ‘নিখোঁজ ছাত্রীকে আজ বিকেলে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য তাঁকে থানায় আনা হয়েছে।’

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ

সাংবাদিক আনিস আলমগীরকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে নিয়ে তাঁরই পদত্যাগ চাইলেন সাদিক কায়েম

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাংবাদিক আনিস আলমগীরকে

শাহজাহানপুরে লিফট মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে কর্মীর মৃত্যু

নভেম্বরে ৫২৬টি সড়ক দুর্ঘটনায় ৫০৭ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি