হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মহাখালীতে পুলিশ ও সেনাবাহিনীর পাহারায় যান চলাচল শুরু

আজকের পত্রিকা ডেস্ক­

যান চলাচল স্বাভাবিক। ছবি: আজকের পত্রিকা

প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা অবরোধের পর আজ বৃহস্পতিবার বিকেল তিনটার কিছু আগে পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতায় ঢাকার মহাখালী এলাকায় যান চলাচল শুরু হয়েছে। তবে বিক্ষুব্ধ রিকশাচালকেরা এখনো মহাখালীসহ বিভিন্ন এলাকায় অবস্থান করছেন। সেনা ও পুলিশ সদস্যরা রিকশাচালকদের সরানোর জন্য ধাওয়া দিলে তারা মূল সড়ক ও রেলপথ ছেড়ে সরে যান।

সরেজমিনে দেখা গেছে, কয়েকজন চালককে লাঠিপেটা করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল শুরু হয়।

সকাল থেকে উচ্চ আদালতের নির্দেশে ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে রাজধানীর ১৩টি স্থানে সড়ক অবরোধ করেন রিকশাচালকেরা। এর ফলে মহাখালী, গাবতলী, রামপুরা, তেজগাঁও, মগবাজার, যাত্রাবাড়ী, এবং মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারী রিকশাচালকেরা বলছেন, ব্যাটারিচালিত রিকশা বন্ধ হলে তাদের জীবিকা অনিশ্চিত হয়ে পড়বে। সরকারের এই সিদ্ধান্তে অন্তত এক লাখ মানুষ এবং তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে।

যান চলাচল স্বাভাবিক। ছবি: আজকের পত্রিকা

ইসমাইল হোসেন নামের এক চালক বলেন, ‘সরকার যদি এভাবে কোনো কথা না বলে রিকশা বন্ধ করে দেয়, তাহলে আমরা কীভাবে খাব? যতক্ষণ পর্যন্ত রিকশা চালানোর অনুমতি না দেওয়া হবে, ততক্ষণ সড়ক ছাড়ব না।’

তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান জানান, মোহাম্মদপুর, আগারগাঁও এবং নাখালপাড়ায় বন্ধ থাকা সড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার প্যাডেলচালিত রিকশা সমিতির একটি রিটের শুনানি শেষে উচ্চ আদালত তিন দিনের মধ্যে ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। আদালত জানায়, ‘ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স নেওয়ার কোনো সুযোগ নেই, তাই এটি পুরোপুরি অবৈধ।’

বসুন্ধরায় আইনজীবী হত্যা: গ্রেপ্তার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

সাগর-রুনি হত্যা: ১২৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

গভীর রাতে পিকআপ নিয়ে মোহাম্মদপুরে সোনার দোকান লুট