হোম > সারা দেশ > ঢাকা

আনুষ্ঠানিকভাবে ঢাকার সিস্টার সিটি হলো রোমানিয়ার বুখারেস্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আনুষ্ঠানিকভাবে রাজধানী শহর ঢাকার সিস্টার সিটি হলো রোমানিয়ার তৃতীয় জেলা শহর বুখারেস্ট। আজ মঙ্গলবার নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস এবং বুখারেস্টের মেয়র রবার্ট নেগোইতার সমঝোতা সইয়ের মাধ্যমে এ প্রক্রিয়া চূড়ান্ত হয়। 

সমঝোতা স্মারক সইয়ের সময় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, বুখারেস্ট পুলিশের উপপরিচালক ভিক্টর নিয়াগু, বুখারেস্ট নগর ব্যবস্থাপক মারিউস ড্যানিয়েল সিওবিকা, রোমানিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ। 

সমঝোতা সাক্ষর অনুষ্ঠানে বুখারেস্টের মেয়র রবার্ট নেগোইতা বলেন, ‘আমাদের প্রত্যাশা এ সমঝোতার মাধ্যমে উভয় শহরেই কর্মসংস্থান, বাণিজ্য এবং পর্যটনের সুযোগ তৈরি হবে। এ ছাড়া দুই শহরের বাইরেও দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নেও অবদান রাখবে এ সমঝোতা।’ 

ডিএসসিসি মেয়র ফজলে নূর তাপস বলেন, ‘এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। এই সমঝোতার ফলে আমরা ভাইয়ের মতো দুই শহরের উন্নয়নে কাজ করতে পারব। এই উদ্যোগের লক্ষ্য হলো উভয় শহরের মধ্যে বাণিজ্যিক ও পর্যটন সম্পর্ক বৃদ্ধি করা। এ ছাড়া এ সমঝোতা দুই শহরকেই অনেক অর্থনৈতিক সুবিধা এনে দেবে।’

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব