হোম > সারা দেশ > ঢাকা

ছাত্রী হলে সিট না পেলে ৩ হাজার টাকা দেবে ঢাবি প্রশাসন

আজকের পত্রিকা ডেস্ক­

সংবাদ সম্মেলনে আবাসন বৃত্তির কথা জানান কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসন–সংকটের কারণে যেসব ছাত্রী হলে সিট পাওয়ার যোগ্য হয়েও থাকতে পারছেন না, তাঁদের আবাসন সহায়তা দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আবাসনের আওতাভুক্ত প্রত্যেক ছাত্রী আগামী ফেব্রুয়ারি মাস থেকে তিন হাজার টাকা পাবেন।

আজ বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘যেসব শিক্ষার্থী হলে থাকার যোগ্য, কিন্তু আমরা তাদের সিট দিতে পারছি না, তাদের প্রতি মাসে তিন হাজার করে আর্থিক সহায়তা দেওয়া হবে। মেয়েদের পাঁচটি হলে যারা নতুন করে আবেদন করেছে, তাদের মধ্যে থেকে অনেককেই সিট দেওয়া হয়েছে, যাদের দিতে পারিনি—তাদের যাচাই–বাছাই করে আর্থিক সহায়তা দেওয়া হবে।’

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, ‘হল নির্মাণের জন্য যে প্রকল্প নেওয়া হয়েছে, তা বাস্তবায়ন হতে প্রায় তিন বছর সময় লাগবে। আমরা ঢাবির আশপাশে বিভিন্ন হোস্টেলগুলোতে খবর নিয়ে জানতে পেরেছি একটা সিটের জন্য অন্তত ২ হাজার ৫০০ টাকার মতো লাগে। তাই আমরা ৩ হাজার করে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

প্রতিটি হল থেকে যাচাই-বাছাই করে একটা তালিকা করা হবে। সেই অনুসারে এই আবাসন বৃত্তি দেওয়া হবে বলে জানান জাহাঙ্গীর। সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন