হোম > সারা দেশ > গাজীপুর

স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের মহানগরীর তারগাছ এলাকায় স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে স্বামী। আজ শুক্রবার রাত আটটায় তারগাছ মেম্বারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

 মৃত গৃহবধূর নাম জুয়েনা (২১)। সে সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার সুরিগাঁও গ্রামের রাকির আলীর মেয়ে। 

ঘটনার পর থেকে স্বামী সুজন পলাতক রয়েছে। 

টঙ্গী পূর্ব থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

পুলিশ জানায়, মৃত জুয়েনা একটি পোশাক কারখানায় হেলপার পদে চাকরি করতেন। তিন বছর আগে ময়মনসিংহ জেলার বাসিন্দা সুজনের সঙ্গে বিয়ে হয় জুয়েনার। বিয়ের পর জীবিকার তাগিদে তিনি চলে আসেন গাজীপুরে। সুজন পেশায় রড মিস্ত্রি। পেশায় রড মিস্ত্রি হওয়ায় প্রায়ই বিভিন্ন স্থানে থাকতেন সুজন। এ নিয়ে তাদের মধ্যে কলহ লেগেই থাকত। 

আজ শুক্রবার রাত আটটায় স্ত্রী জুয়েনাকে ভাড়া বাসার ছাদে নিয়ে যান সুজন। এরই একপর্যায়ে তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে গলা কেটে জখম করে পালিয়ে যায় সে। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। 

জুয়েনার বাবা রাকিব আলী বলেন, সুজন নেশা দ্রব্য সেবন করত। আজ আবারও নেশাদ্রব্য সেবন করে আমার মেয়েকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, ঘটনাটি তারগাছ এলাকার। মরদেহ উদ্ধার করে মর্গে গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। 

 

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ