হোম > সারা দেশ > ঢাকা

তেজগাঁওয়ে শ্রমিকদের সড়ক অবরোধ, অগ্নিসংযোগ

আজকের পত্রিকা ডেস্ক­

ট্রাক চালক মালিক সমিতির নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

ট্রাক চালক মালিক সমিতির সভাপতি তালুকদার মো. মনির হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা অবরোধ করেছেন শ্রমিকেরা। এ সময় তাঁরা সড়কে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেন। এতে মহাখালী ও মগবাজার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সড়ক অবরোধ করেন তাঁরা। শ্রমিকনেতাকে না ছাড়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এর পাশাপাশি আরও বেশ কয়েকটি দাবি জানিয়েছেন তাঁরা। তাঁদের অন্যতম দাবি—সড়কে মামলার নামে তাঁদের অযথা হয়রানি করা হচ্ছে, তা বন্ধ করতে হবে।

এদিকে সড়ক অবরোধের ফলে সাতরাস্তা এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। দিনভর কাজ শেষে বাড়ি ফেরার পথে দীর্ঘ যানজটের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

সড়কে টায়ার জ্বালিয়েও বিক্ষোভ করছেন শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

আন্দোলনকারী ট্রাকচালক রাসেল শিকদার বলেন, ‘মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে তেজগাঁও ট্রাক চালক মালিক সমিতির পেছন থেকে আমাদের সভাপতিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।’

সভাপতি মনির হোসেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেসব মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা। ছবি: আজকের পত্রিকা

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান বলেন, এক শ্রমিকনেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পল্টন থানায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি