হোম > সারা দেশ > নরসিংদী

পাগলা বাজারে সাতসকালে কামলার হাট

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

কাক ডাকা ভোরে নরসিংদীর রায়পুরার মুছাপুর পাগলাবাজারে নিয়মিত বসে দিনমজুরদের হাট। এখানে শ্রমিকেরা আসেন সারা দিনের জন্য শ্রম বিক্রি করতে। হাট থেকে কৃষকেরা দরদাম মিটিয়ে শ্রমিকদের নিয়ে যান। অনেকে দূর দুরান্ত থেকে আসেন। চুক্তি মিটিয়ে শ্রমিক নিয়ে রওনা হন যানবাহনে। 

আজ শুক্রবার ভোর ৬টার দিকে সরেজমিনে পাগলাবাজারের হাট ঘুরে এমন দৃশ্যই দেখা যায়। এ অঞ্চল সবজি এবং ধান চাষের জন্য পরিচিত। এখন চলছে আমনের ভরা মৌসুম। পাশাপাশি সবজি খেতের পরিচর্যার কাজ। তাই এখন শ্রমিকের চাহিদা ব্যাপক। প্রতিদিন কাজের সন্ধানে দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েক শ শ্রমিক সমবেত হন এই হাটে। স্থানীয় কৃষকেরা চাহিদা মতো শ্রমিক নিয়ে যান। 

উপজেলার মুছাপুর পাগলা বাজারের কৃষিশ্রমিক আবদুল কাদির (৩৫) বলেন, ‘নেত্রকোনা থেকে কাজের সন্ধানে নিয়মিত আসি। এখানে আমার মতো আরও অনেকে একটি ঘরে ২০ টাকা করে জনপ্রতি ভাড়ায় রাত্রি যাপন করি। প্রতিদিন কাজের সন্ধানে এই হাটে এসে দাঁড়াই। বর্তমানে চাহিদা কিছুটা কম। পাঁচশ টাকার কম বা একটু বেশিতে কাজে যেতে হচ্ছে। সকাল, দুপুর, বিকেলের খাবারসহ যাতায়াত খরচও গৃহস্থ দেয়।’ 

কৃষক হারুন বলেন, ‘সারা বছর ওই হাটে শ্রমিক পাওয়া যায়। আশপাশের কয়েক গ্রামের কৃষক এখান থেকে শ্রমিক নিতে ভিড় জমায়। ভোরে না আসলে শ্রমিক পাওয়া যায় না। হাটে এসে পাঁচশ টাকায় একজন শ্রমিক নিলাম।’ 

উপজেলার মেথিকান্দা, হাঁটুভাঙা, হাইরমরার, আমিরগঞ্জ, মরজাল বাসস্ট্যান্ডসহ বেশ কয়েকটি বাজারে প্রতিদিন কামলার হাট বসে। দৈনিক কয়েক হাজার শ্রমিক দৈনিক চুক্তিতে কাজে যান।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার