ঢাকা ও নড়াইলে দায়ের হওয়া মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ ফের বাড়িয়েছেন হাইকোর্ট। এই দুই মামলায় বিচার শেষ না হওয়া পর্যন্ত তাঁর জামিন বহাল থাকবে বলে আদেশ দেওয়া হয়েছে।
জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ এই আদেশ দেন।
খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল বলেন, জামিনের মেয়াদ শেষ হওয়ায় আবেদন করেছিলাম। আদালত দুটি মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত জামিন দিয়েছেন।
২০১৫ সালের ২১ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনাসভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। পরে ওই মামলা দুটি করা হয়।