হোম > সারা দেশ > ঢাকা

গুলশানে কাচ্চি ভাইসহ তিন প্রতিষ্ঠানকে প্রায় ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অগ্নিনিরাপত্তার ব্যবস্থাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে গুলশান-২ নম্বরে কাচ্চি ভাই রেস্তোরাঁসহ তিন প্রতিষ্ঠানকে প্রায় ২ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বুধবার দুপুরে ডিএনসিসির অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকারনাইনের নেতৃত্বে গুলশান এলাকার বিভিন্ন রেস্তোরাঁ ও ভবনে অভিযান চালানোর সময় এই জরিমানা করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকারনাইন জানান, ট্রেড লাইসেন্স ছাড়া কোনো কাগজপত্র না থাকায় কাচ্চি ভাইকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে প্রতিষ্ঠান মালিককে তিন মাসের জেল দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে ফায়ার সার্টিফিকেট, পরিবেশের ছাড়পত্রসহ সব অনুমোদন সম্পন্ন করতে হবে। যদি কাগজপত্র না প্রস্তুত হয়, তাহলে কাচ্চি ভাই সিলগালা করা হবে। 

এ ছাড়া অগ্নিনিরাপত্তার ব্যবস্থাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে গুলশান-২ নম্বরে অবস্থিত ধানসিঁড়ি রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা ও জরুরি নির্গমন সিঁড়ির জায়গা বন্ধ করে দোকান দেওয়ার কারণে সোনারগাঁও জেনারেল স্টোর নামের একটি দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে সতর্কতামূলক ব্যানার ঝুলিয়ে দেন। 

এর আগে গতকাল মঙ্গলবার ডিএনসিসির আওতাধীন এলাকার দুটি রেস্তোরাঁয় অগ্নিনিরাপত্তার ব্যবস্থা না থাকায় সিলগালা ও আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনা, ট্রেড লাইসেন্স নবায়ন না থাকা ও অস্বাস্থ্যকর খাবার বিক্রি করায় আটটি রেস্তোরাঁয় মোট ১ লাখ ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

গত ২৯ ফেব্রুয়ারি রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ৪৬ জনের মৃত্যু হয়।

২৪ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন