হোম > সারা দেশ > ঢাকা

জনগণকে নিয়ে কাজ করেছেন বলে বঙ্গবন্ধু সফল হয়েছেন: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বঙ্গবন্ধু যতগুলো কাজ করেছেন, জনগণকে সঙ্গে নিয়ে করেছেন। ফলে তিনি সকল কাজে সফলতা পেয়েছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। 

আজ সোমবার বিকেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী, শহীদ বুদ্ধিজীবী এবং মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। 

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ। সম্মানিত অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য বেনজীর আহমেদ। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি বক্তা ছিলেন শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে মো. আসিফ মুনীর চৌধুরী ও বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা। 

বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য বঙ্গবন্ধুকে শ্রেষ্ঠ কূটনীতিক হিসেবে আখ্যা দিয়ে এ কে আবদুল মোমেন বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একইভাবে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করেন। তাই বাংলাদেশের অভাবনীয় অগ্রগতি হয়েছে। বঙ্গবন্ধু সবার জন্য আলো ছড়িয়েছেন। শেখ হাসিনাও সবার জন্য আলো ছড়িয়েছেন। সেই আলোয় আলোকিত হয়ে সোনার বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান এ কে আবদুল মোমেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির