হোম > সারা দেশ > ঢাকা

অধ্যাপক ইমতিয়াজকে সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ থেকে অব্যাহতি

ঢাবি প্রতিনিধি

নিজ আবেদনের প্রেক্ষিতে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদকে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালকের পদ থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই অব্যাহতি দেন। তাঁর (ইমতিয়াজ) জায়গায় দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। 

এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘অধ্যাপক ইমতিয়াজের নিজ থেকে অব্যাহতি চেয়েছেন তাই তদন্ত কমিটি রিপোর্ট দেওয়ার আগে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি নাগরিক সমাজের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও তাঁর অভিযোগের বিষয়ে বক্তব্য দিয়েছেন। সবটুকু মিলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ 

এ বিষয়ে জানতে অধ্যাপক ইমতিয়াজ আহমেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি, ‘দুঃখিত, এখন কথা বলতে পারব না’ বলে খুদেবার্তা পাঠান।

সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক একটি অনলাইন গণমাধ্যমের মতামত কলামে অধ্যাপক ইমতিয়াজ আহমেদের লেখা বই ‘হিস্টোরাইজিং ১৯৭১ জেনোসাইড: স্টেট ভার্সেস পারসন’—এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে নিয়ে অবমাননার অভিযোগ তুলেন। গত ২ এপ্রিল বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক ইমতিয়াজে অপসারণের দাবিতে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও বিক্ষোভ করেন মুক্তিযুদ্ধ মঞ্চ নামক একটি সংগঠন। একই দাবি তুলে গত ৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রলীগ। সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালকের পদ থেকে অব্যাহতি ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিবৃতিও দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। 

এদিকে অভিযোগ খতিয়ে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক ফকরুল আলমকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটির রিপোর্ট দেওয়ার আগে তাকে (ইমতিয়াজ) অব্যাহতি দিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট