শিবচর (মাদারীপুর) : মাদারীপুর জেলার শিবচরের পাঁচ্চর-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বন্দোরখোলায় নিয়ন্ত্রণ হারিয়ে কামাল হোসেন (৩৮) নামের এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন ফরিদপুরের নগরকান্দার সেকান্দার মোল্লার ছেলে। তিনি শরীয়তপুরে বেঙ্গল গ্রুপের প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে শিবচরের বাংলাবাজার ঘাট থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন কামাল হোসেন। এক্সপ্রেসওয়ের বন্দোরখোলা নামক স্থানে এলে তাঁর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এ সময় রাস্তার পাশের ব্লকের সঙ্গে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
শিবচর থানার উপপরিদর্শক নূর আলম বলেন, হেলমেট পরা সত্ত্বেও মাথায় গুরুতর আঘাত লেগে কামাল হোসেনের মৃত্যু হয়েছে। নিহত কামাল কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন।