হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

বিএনপির কার্যালয়ে ভাঙচুরের পর অগ্নিসংযোগ, মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলা এবং বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

গতকাল বুধবার রাত ৮টার দিকে জেলা শহরের উকিলপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তার মো. লুৎফার রহমান ভূইয়া মিঠামইন উপজেলার আতপাশা গ্রামের বাসিন্দা। 

বুধবার রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব ১৪-এর সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। 

র‍্যাব জানায়, গত ৫ আগস্ট বিকেলে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে অন্য আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে মিঠামইন বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। এতে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া ছাত্র-জনতার ওপর গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা করে। এ ঘটনায় মো. লোকমান হোসেন বাদী হয়ে মিঠামইন থানায় গত ৯ সেপ্টেম্বর মামলা দায়ের করেন। অভিযান চালিয়ে গতকাল তাঁকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ইউপি চেয়ারম্যান ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে মিঠামইন থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির