হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ৩ বন্ধুর

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী তিন বন্ধু। গতকাল রোববার রাতে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর নামক স্থানে এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আজ সোমবার ভোরে ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

নিহত তিনজন হলেন গোপালগঞ্জ সদরের ছোটফা গ্রামের শোকর শেখের ছেলে জামি শেখ (১৭), শুকুর সরদারের ছেলে হাসান সরদার (১৮) এবং ডবলু শেখের ছেলে তাজিম শেখ (১৬)।

স্থানীয়দের বরাত দিয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন মাস্টার স ম আরিফুল হক বলেন, জেলা শহর থেকে একটি মোটরসাইকেলে করে তিন বন্ধু তাঁদের গ্রামের বাড়ি সদর উপজেলার ছোটফার দিকে ফিরছিলেন। তাঁরা ঢাকা-খুলনা মহাসড়কের সোনাশুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে।

আরিফুল হক বলেন, এ সময় মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় আহত হয়ে ঘটনাস্থলেই জামি শেখ নিহত হন। গুরুতর আহত হাসান ও তাজিমকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাঁদের ঢাকায় পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোরে ঢাকায় দুজনের মৃত্যু হয়।

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ