হোম > সারা দেশ > টাঙ্গাইল

আমরা পৃথিবীর যে কোনো শক্তিকে মোকাবিলা করার যোগ্যতা রাখি: কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি

আওয়ামী লীগ এ দেশের জনগণের শক্তি দিয়েই পৃথিবীর যে কোনো শক্তিকে মোকাবিলা করার যোগ্যতা রাখে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। আজ মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে টাঙ্গাইলের মধুপুর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। 

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘আওয়ামী লীগের শক্তি জনগণ। আওয়ামী লীগের শক্তি আমেরিকা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের লন্ডনে নয়। আমরা জনগণের এই শক্তি দিয়েই পৃথিবীর যে কোনো শক্তিকে মোকাবিলা করার যোগ্যতা রাখি।’ 

বিএনপির বর্তমান আন্দোলনকে ইঙ্গিত করে মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপি নিজের কবর নিজেই খুঁড়েছে। ১৪ বছরের আন্দোলনে সেই কবর থেকে পা এখনো ওঠাতে পারেনি। বিএনপি এখন ভয় দেখাচ্ছে। এই ভয় আর আতঙ্ক যেন আমাদের গ্রাস করতে না পারে। আমরা তাদের মোকাবিলা করব।’

তৃণমূলের নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা রাজপথে আন্দোলন করব। সকল ষড়যন্ত্রের মোকাবিলা করব। নির্বাচনও করব।’ 

মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মধুপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক হোসেন খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বাপ্পু, উপজেলা আওয়ামী লীগে সহসভাপতি আব্দুল গফুর মন্টু, জেলা নেতা মীর ফরহাদুল আলম মনি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাদিকুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতা–কর্মীরা বক্তব্য রাখেন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট