হোম > সারা দেশ > ঢাকা

পরীমণিকে আদালতে হাজির করা হবে আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও তাঁর সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে দ্বিতীয় দফা রিমান্ড শেষে আজ শুক্রবার আদালতে হাজির করা হবে। গত মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করার পর সিআইডি হেফাজতে নেন। 

ওই দিন রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে আবারও ৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী গোলাম মোস্তফা। অন্যদিকে আসামিদের পক্ষে জামিনের আবেদন করা হয়। ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে শুনানি হয়। শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। জামিনের আবেদন নামঞ্জুর করেন। এর আগে গত ৫ আগস্ট এই মামলায় তাঁদের চার দিনের রিমান্ডে নেওয়া হয়। 

উল্লেখ্য, গত ৪ আগস্ট পরীমণিকে রাজধানীর বনানীর বাসা থেকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁর বাসা থেকে বিদেশি মদসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়। এজাহার অনুযায়ী তার বাসা থেকে ১৯ বোতল দামি বিদেশি মদ, চার গ্রাম আইস মাদক ও একটি এলএসডি ব্লট উদ্ধার করা হয়। এ ঘটনায় বনানী থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।  

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯