হোম > সারা দেশ > ঢাকা

পরীমণিকে আদালতে হাজির করা হবে আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও তাঁর সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে দ্বিতীয় দফা রিমান্ড শেষে আজ শুক্রবার আদালতে হাজির করা হবে। গত মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করার পর সিআইডি হেফাজতে নেন। 

ওই দিন রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে আবারও ৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী গোলাম মোস্তফা। অন্যদিকে আসামিদের পক্ষে জামিনের আবেদন করা হয়। ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে শুনানি হয়। শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। জামিনের আবেদন নামঞ্জুর করেন। এর আগে গত ৫ আগস্ট এই মামলায় তাঁদের চার দিনের রিমান্ডে নেওয়া হয়। 

উল্লেখ্য, গত ৪ আগস্ট পরীমণিকে রাজধানীর বনানীর বাসা থেকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁর বাসা থেকে বিদেশি মদসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়। এজাহার অনুযায়ী তার বাসা থেকে ১৯ বোতল দামি বিদেশি মদ, চার গ্রাম আইস মাদক ও একটি এলএসডি ব্লট উদ্ধার করা হয়। এ ঘটনায় বনানী থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।  

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট