হোম > সারা দেশ > ঢাকা

কিশোরী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা থেকে এক কিশোরীকে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে রাজধানীর তুরাগ থেকে রুবেল হোসেন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। এ সময় ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয়েছে। র‍্যাব-৩-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ফারজানা হক আজ রোববার দুপুরে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

ফারজানা হক বলেন, তুরাগের কামারপাড়ার চয়নী চারা এলাকা থেকে গতকাল শনিবার রাতে অপহরণকারীকে গ্রেপ্তার এবং কিশোরীকে উদ্ধার করা হয়। রুবেল হোসেনের বাড়ি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার হেরেন্দ্রপাড়া এলাকায়। 

সিনিয়র এএসপি ফারজানা হক বলেন, পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ওই কিশোরীকে রুবেল তাঁর বান্ধবীর মাধ্যমে বাইরে নিয়ে আসেন। পরে সেখান থেকে অচেতন করে অপহরণ করেন। পরে কিশোরীর পরিবারের কাছে দুই লাখ টাকা দাবি করা হয়। কিন্তু কিশোরীর পরিবার টাকা দিতে রাজি না হলে রুবেল মেয়েটিকে হত্যার হুমকি দেন। সেই সঙ্গে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। পরে গত ২৬ জানুয়ারি কিশোরীর মা বাদী হয়ে তেঁতুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। 

পরবর্তীকালে গোপন তথ্যের ভিত্তিতে তুরাগের কামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী রুবেলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান সিনিয়র এএসপি ফারজানা। 

মেট্রোরেলের কার্ডের রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা