হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে চাঁদাবাজির অভিযোগে চক্রের মূল হোতাসহ আটক ৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চাঁদা আদায়ের অভিযোগে চাঁদাবাজ চক্রের মূল হোতা ইকবালসহ আটজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তাঁদের আটক করা হয়। 

আজ শুক্রবার র‍্যাব-১০-এর সহকারী পরিচালক এম জে সোহেল এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গোপন খবরের ভিত্তিতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় একটি অভিযান চালানো হয়। অভিযানে আন্তজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরি, অটোরিকশাসহ বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা তোলার সময় চাঁদাবাজ চক্রের মূল হোতা ইকবালসহ আটজনকে আটক করা হয়েছে।’ 

আটক ব্যক্তিরা হলেন মো. ইকবাল (৪২), সন্তোষ সরকার (৪৮), মো. সাগর (৪২), মো. শশী আহম্মেদ (৩৫), মো. ওকালত হোসেন (৪৬), মো. ইকবাল হোসেন (৩৬), মো. আতাউর রহমান (৩০), মো. ফারদিন হোসেন (২৩)। এ সময় তাঁদের কাছ থেকে ৭ হাজার ৯২৫ টাকা, দুটি প্লাস্টিকের পাইপ ও ছয়টি লাঠি উদ্ধার করা হয়। 

র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, চাঁদা তোলার চক্রটি বেশ কয়েক দিন ধরে বিভিন্ন পরিবহনের চালক ও সহকারীদের সঙ্গে অশোভন আচরণ করে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোর করে চাঁদা আদায় করে আসছিল।

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার