হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে চাঁদাবাজির অভিযোগে চক্রের মূল হোতাসহ আটক ৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চাঁদা আদায়ের অভিযোগে চাঁদাবাজ চক্রের মূল হোতা ইকবালসহ আটজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তাঁদের আটক করা হয়। 

আজ শুক্রবার র‍্যাব-১০-এর সহকারী পরিচালক এম জে সোহেল এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গোপন খবরের ভিত্তিতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় একটি অভিযান চালানো হয়। অভিযানে আন্তজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরি, অটোরিকশাসহ বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা তোলার সময় চাঁদাবাজ চক্রের মূল হোতা ইকবালসহ আটজনকে আটক করা হয়েছে।’ 

আটক ব্যক্তিরা হলেন মো. ইকবাল (৪২), সন্তোষ সরকার (৪৮), মো. সাগর (৪২), মো. শশী আহম্মেদ (৩৫), মো. ওকালত হোসেন (৪৬), মো. ইকবাল হোসেন (৩৬), মো. আতাউর রহমান (৩০), মো. ফারদিন হোসেন (২৩)। এ সময় তাঁদের কাছ থেকে ৭ হাজার ৯২৫ টাকা, দুটি প্লাস্টিকের পাইপ ও ছয়টি লাঠি উদ্ধার করা হয়। 

র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, চাঁদা তোলার চক্রটি বেশ কয়েক দিন ধরে বিভিন্ন পরিবহনের চালক ও সহকারীদের সঙ্গে অশোভন আচরণ করে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোর করে চাঁদা আদায় করে আসছিল।

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন