হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে চাঁদাবাজির অভিযোগে চক্রের মূল হোতাসহ আটক ৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চাঁদা আদায়ের অভিযোগে চাঁদাবাজ চক্রের মূল হোতা ইকবালসহ আটজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তাঁদের আটক করা হয়। 

আজ শুক্রবার র‍্যাব-১০-এর সহকারী পরিচালক এম জে সোহেল এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গোপন খবরের ভিত্তিতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় একটি অভিযান চালানো হয়। অভিযানে আন্তজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরি, অটোরিকশাসহ বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা তোলার সময় চাঁদাবাজ চক্রের মূল হোতা ইকবালসহ আটজনকে আটক করা হয়েছে।’ 

আটক ব্যক্তিরা হলেন মো. ইকবাল (৪২), সন্তোষ সরকার (৪৮), মো. সাগর (৪২), মো. শশী আহম্মেদ (৩৫), মো. ওকালত হোসেন (৪৬), মো. ইকবাল হোসেন (৩৬), মো. আতাউর রহমান (৩০), মো. ফারদিন হোসেন (২৩)। এ সময় তাঁদের কাছ থেকে ৭ হাজার ৯২৫ টাকা, দুটি প্লাস্টিকের পাইপ ও ছয়টি লাঠি উদ্ধার করা হয়। 

র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, চাঁদা তোলার চক্রটি বেশ কয়েক দিন ধরে বিভিন্ন পরিবহনের চালক ও সহকারীদের সঙ্গে অশোভন আচরণ করে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোর করে চাঁদা আদায় করে আসছিল।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক