হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর কামরাঙ্গীরচরের একটি বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচরের রসুলপুর এলাকার একটি বাসা থেকে সাইদুল ইসলাম শেখ (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১১টার দিকে কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর ৫ নম্বর গলিতে বোনের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। 

সাইদুলের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার নিচিন্দপুর গ্রামে। বাবার নাম টুকু মিয়া শেখ। তিনি লালবাগের শহীদনগর এলাকায় খোকনের সিটি গোল্ডের দোকানে কাজ করতেন। 

সাইদুলের বোনজামাই ইমরান হোসেন জানান, সাইদুল লালবাগে সিটি গোল্ড কারখানায় কাজ করতেন এবং সেখানেই থাকতেন। মাঝে মাঝে কামরাঙ্গীরচরে সুমির বাসায় আসতেন। গতকাল দুপুরে ওই বাসায় আসেন তিনি। বাসায় কেউ না থাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। 

ইমরান আরও জানান, সাইদুল পাঁচ মাস আগে বিয়ে করেন। তবে বিয়ের কিছুদিন পরে বউ অন্যত্র চলে যান। এরপর থেকে সাইদুল মানসিক অশান্তিতে ভুগছিলেন। তবে কী কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, তা জনেন না ইমরান। 

কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফ জানান, গতকাল দুপুরে কামরাঙ্গীরচরের রসুলপুরে ছোট বোন সুমির বাসায় আসেন সাইদুল। এ সময় বাসায় কেউ ছিল না। পরে ওই ঘরের ভেন্টিলেটরের লোহার গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন। পরে রাতে তাঁর বোন বাসায় এসে সাইদুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সাইদুল আর্থিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন। 

 

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন