হোম > সারা দেশ > ঢাকা

পরিবহন শ্রমিকদের করোনা টিকা নিবন্ধনের উদ্যোগ সহজ-এর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পরিবহন শ্রমিকদের কোভিড-১৯ টিকা নিবন্ধনের উদ্যোগ নিয়েছে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘সহজ’। আজ সোমবার মহাখালী ও গাবতলী বাস টার্মিনালে করোনা মহামারি প্রতিরোধের অংশ হিসেবে টিকা নিবন্ধনের এই কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। 

‘সুরক্ষার পথে বাংলাদেশ’ শীর্ষক এই কর্মসূচিতে পরিবহন শ্রমিকদের কোভিড-১৯ টিকার অনলাইন নিবন্ধনের সার্বিক সহায়তায় সহজ-এর এজেন্টরা কাজ করছেন। বাসচালক ও চালকের সহাকরীরা (হেলপার) নিজ নিজ জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নিয়ে এলেই এই সেবা নিতে পারবেন। 

সারা দেশে করোনা মহামারি প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে সরকার পরিবহন শ্রমিকদের জন্য করোনা টিকা বাধ্যতামূলক করেছে। বলা হয়েছে, টিকা না নিলে পরিবহন শ্রমিকেরা কাজ চালিয়ে যেতে পারবেন না। কিন্তু ৫০ শতাংশের বেশি পরিবহন শ্রমিক এখন পর্যন্ত টিকার জন্য নিবন্ধনই করেননি বলে জানা গেছে। এর কারণ হিসেবে তাঁরা বলছেন, অনলাইনে কীভাবে নিবন্ধন করতে হয়, সেই সম্পর্কে তাঁদের পর্যাপ্ত জ্ঞান নেই। 

এ অবস্থায় পরিবহন শ্রমিকদের কল্যাণে কোভিড-১৯ টিকার অনলাইন নিবন্ধনের অস্থায়ী বুথ স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে সহজ। তারা বলছে, এই উদ্যোগের মাধ্যমে অসংখ্য বাসচালক ও হেলপার খুব সহজে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। 

সহজ-এর হেড অব মার্কেটিং অ্যান্ড অ্যানালিটিকস গ্রেস কান্তা সরকার বলেন, ‘আমরা শুরু থেকেই চেয়েছি বাংলাদেশের পরিবহন ব্যবস্থার উন্নতির জন্য কাজ করতে। আমাদের টেক প্ল্যাটফর্মের মাধ্যমে ইন্স্যুরেন্স কোম্পানির সহায়তায় যাত্রীদের কোভিড-১৯ বিমাসহ অন্যান্য আরও বিমা সুবিধা দিই আমরা। বাংলাদেশের সবচেয়ে বড় টিকিট ডেস্টিনেশন হিসেবে সহজ-এর ওপর দায়িত্ব বর্তায় পরিবহন ব্যবস্থার কল্যাণে সরকারের সঙ্গে করোনা মহামারি প্রতিরোধে কাজ করা। সে লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।’ 

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান