হোম > সারা দেশ > ঢাকা

অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেওয়া সেই বাসের সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

মুন্সিগঞ্জ প্রতিনিধি  

অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেওয়া বাসের সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেওয়া সেই বাসের সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোল্ডেন লাইন নামের বাসের সুপারভাইজার কল্যাণ বিশ্বাস ও হেলপার শান্ত। কল্যাণ বিশ্বাসের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানা তারাপুর গ্রামে। হেলপার শান্তর বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার ৮৯ মীরহাজিবাগ এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী।

ওসি বলেন, ঘটনার পরপরই ঘাতক বাসের সংশ্লিষ্টদের খোঁজা হচ্ছিল। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, আজ দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সকে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছে।

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক-২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ