হোম > সারা দেশ > ঢাকা

বৌদ্ধদের ৪ সংগঠন নিয়ে নতুন মোর্চা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রবারণা পূর্ণিমায় সরকারি ছুটি ও বৌদ্ধধর্মাবলম্বীদের নিরাপত্তার দাবিসহ কয়েক দফা দাবি জানিয়েছে ‘বৌদ্ধ সমাজ সুরক্ষা কমিটি’। ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আজ শনিবার এই কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি জানানো হয়। 

বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ও ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মহাধ্যক্ষ ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরোকে চেয়ারম্যান এবং বৌদ্ধনেতা ও মানবাধিকার কর্মী অশোক বড়ুয়াকে সদস্যসচিব মনোনীত করে সংগঠনটির একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। 

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দেশের সব বৌদ্ধ নাগরিকদের একটিমাত্র প্ল্যাটফর্মে যুক্ত করার জন্য বৌদ্ধদের চার শীর্ষ সংগঠন—বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন, বাংলাদেশ বৌদ্ধ সমিতি ঢাকা অঞ্চল ও বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের সমন্বয়ে গঠিত এই অরাজনৈতিক মোর্চা গঠিত হয়েছে। 

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ‘বৌদ্ধ সমাজ সুরক্ষা কমিটি’র সদস্যসচিব অশোক বড়ুয়া। তিনি বলেন, ২০১২ সালের ২৯ ও ৩০ সেপ্টেম্বরে রামু, উখিয়া, কক্সবাজার ও পটিয়ায় ২৫টি প্রাচীন বৌদ্ধবিহারে অগ্নিসংযোগ, লুটপাট হয়েছিল। সে সঙ্গে বৌদ্ধদের ৫০টি ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট হলেও তার বিচার আজও হয়নি। 

অশোক বড়ুয়া আরও বলেন, ‘সর্বশেষ পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালিদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন, শঙ্কিত এবং মর্মাহত। আমরা এর নিন্দা জানাই। সরকারের কাছে দোষীদের শান্তি এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দাবি করি।’ 

অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রতি দেশের বৌদ্ধ জনসাধারণের জানমালের সুরক্ষাসহ প্রবারণা পূর্ণিমায় সরকারি ছুটির দাবি জানান সংগঠনটির নেতারা।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট