হোম > সারা দেশ > ঢাকা

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরখানে ১৪ বছর বয়সী নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার উত্তরখানের কাঁচকুড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এলাকাবাসী জানায়, গত এক বছর ধরে অভিযুক্ত ওই ব্যক্তি তাঁর নিজের মেয়েকে ধর্ষণ করে আসছিলেন। সর্বশেষ গত ১৮ ডিসেম্বর অসুস্থ অবস্থায়ও ধর্ষণ করেন। পরবর্তীতে এলাকাবাসী জানতে পেরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।
 
এ বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, ‘নিজের মেয়েকে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে একটি নারী ও শিশু নির্যাতন আইনের ৯(১) ধারায় ধর্ষণ মামলা করেছেন ভুক্তভোগী কিশোরীর মা।’

তিনি বলেন, ‘গত এক বছর যাবৎ প্রতি মাসে তিন-চার বার তার মেয়ের সঙ্গে এই ন্যক্কারজনক কাজটি করত আসলাম।’

ওসি মজিদ বলেন,  ‘ভুক্তভোগী কিশোরীটি ছিল তাঁর দ্বিতীয় সংসারের মেয়ে। প্রথম সংসারেও তার একটি মেয়ে ছিল। ১৫ বছর ওই মেয়েটিকেও আসলাম ধর্ষণ করত। বিষয়টি তাঁর প্রথম বউ জেনে ফেলায় তিনি তাকে ডিভোর্স দিয়ে চলে গেছেন। ফের দ্বিতীয় সংসারের মেয়ের সঙ্গেই ফের একই ধরনের ন্যক্কারজনক কাজ করার অভিযোগে গ্রেপ্তার হয়েছে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট