হোম > সারা দেশ > ঢাকা

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরখানে ১৪ বছর বয়সী নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার উত্তরখানের কাঁচকুড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এলাকাবাসী জানায়, গত এক বছর ধরে অভিযুক্ত ওই ব্যক্তি তাঁর নিজের মেয়েকে ধর্ষণ করে আসছিলেন। সর্বশেষ গত ১৮ ডিসেম্বর অসুস্থ অবস্থায়ও ধর্ষণ করেন। পরবর্তীতে এলাকাবাসী জানতে পেরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।
 
এ বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, ‘নিজের মেয়েকে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে একটি নারী ও শিশু নির্যাতন আইনের ৯(১) ধারায় ধর্ষণ মামলা করেছেন ভুক্তভোগী কিশোরীর মা।’

তিনি বলেন, ‘গত এক বছর যাবৎ প্রতি মাসে তিন-চার বার তার মেয়ের সঙ্গে এই ন্যক্কারজনক কাজটি করত আসলাম।’

ওসি মজিদ বলেন,  ‘ভুক্তভোগী কিশোরীটি ছিল তাঁর দ্বিতীয় সংসারের মেয়ে। প্রথম সংসারেও তার একটি মেয়ে ছিল। ১৫ বছর ওই মেয়েটিকেও আসলাম ধর্ষণ করত। বিষয়টি তাঁর প্রথম বউ জেনে ফেলায় তিনি তাকে ডিভোর্স দিয়ে চলে গেছেন। ফের দ্বিতীয় সংসারের মেয়ের সঙ্গেই ফের একই ধরনের ন্যক্কারজনক কাজ করার অভিযোগে গ্রেপ্তার হয়েছে।’

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব