হোম > সারা দেশ > ঢাকা

সাবেক ছাত্র রোবেলের মৃত্যুতে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন

জাবি প্রতিনিধি

সাবেক ছাত্র রোবেল পারভেজের নিহতের ঘটনায় সংশ্লিষ্টদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

রোবেল পারভেজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১০-১১ বর্ষের ছাত্র ছিলেন। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে। তিনি ৪১তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। এ ছাড়া মানিকগঞ্জের ঝিটকা মার্কেন্টাইল ব্যাংকে কর্মরত ছিলেন তিনি।

গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষায় থাকা রোবেলের মৃত্যু হয় সেলফি পরিবহনের বাসচাপায়। এ সময় আরও দুজন নিহত হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সিনেট সদস্য সাবিনা ইয়াসমিন বলেন, ‘যারা ঢাকা-আরিচা মহাসড়কে চলাচল করে, তাদের জন্য সেলফি পরিবহন রীতিমতো আতঙ্কের নাম। গতকাল জাবি শিক্ষার্থী রোবেলকে ওই বাস চাপা দিয়ে হত্যা করেছে। এটার বিচার করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের ৩২তম ব্যাচের সাবেক শিক্ষার্থী শাহাবুদ্দিন বলেন, ‘রোবেল পারভেজের যে ক্ষতি হয়েছে, তা আমরা পুষিয়ে দিতে পারব না। কিন্তু তার পরিবারের সমস্ত ক্ষতিপূরণ সেলফি পরিবহনকে দিতে হবে এবং এই বাসের রুট পারমিট বাতিল করতে হবে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট