হোম > সারা দেশ > ঢাকা

ইট-বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্বে ৪ জনকে কুপিয়ে জখম

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  

সিসিটিভি ফুটেজে একদল লোকদের হামলা চালাতে দেখা যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নতুনগাঁও এলাকায় ইট-বালুর ব্যবসার আধিপত্য নিয়ে সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পঞ্চসার ইউনিয়নের নতুনগাঁও মধ্যপাড়ায় এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন—রাকিবুল হাসান (২৫), মো. হুমায়ুন (৪০), মো. মামুন (৩৫) ও মো. হোসেন (৩৫)। প্রথম তিনজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আর মো. হোসেনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত রাকিবুল হাসান জানান, তাঁর বাবা বিএনপির কর্মী মনির হোসেন। তিনি নদীর তীরে একটি আনলোড ড্রেজার বসানোর পরিকল্পনা করেছিলেন। এ নিয়ে নয়াগাঁও পশ্চিম পাড়ার যুবদল কর্মী মানিক মাদবরের সঙ্গে বিরোধ দেখা দেয়। শুক্রবার দুপুরে রাকিবুল ও তাঁর চাচারা গদিতে বসে থাকার সময় মানিক মাদবরের নেতৃত্বে একদল লোক তাদের ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি কোপায়।

হামলার পরে রাকিবুলের পক্ষের নতুনগাঁও এলাকার শরিফ মিয়ার তিনতলা ভবনের জানালার কাচ ভাঙা অবস্থায় পাওয়া যায়। দুর্বৃত্তরা ওই বাসার সিসিটিভি ক্যামেরাও ভেঙে নিয়ে গেছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

যুবদল কর্মী মানিক মাদবর অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মনির হোসেন বড় মসজিদ সংলগ্ন সড়কের পাশে ইট-বালুর গদি বসিয়ে এলাকায় রাজত্ব কায়েম করছেন। এলাকাবাসী এই হামলা করেছে বলে শুনেছি। আমার নাম ভুলভাবে জড়ানো হচ্ছে।’

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজিব দে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের মধ্যে তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দ্বিতীয় দিনের মতো রাজধানীতে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’