হোম > সারা দেশ > ঢাকা

শান্তিবাগে খাবারের হোটেলে যুবকের অস্বাভাবিক মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর শান্তিবাগে একটি খাবারের হোটেলে উজ্জ্বল মালকার (২২) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে শান্তিবাগ মগাহাজীর গলির ‘বিসমিল্লাহ হোটেলে’ এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত উজ্জ্বল শরিয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার চর শিমুলিয়া গ্রামের সেলিম মালাকারেরর ছেলে। ঢাকায় শান্তিবাগে একটি বাসায় থাকতেন তিনি।

বিসমিল্লাহ হোটেলের ম্যানেজার মো. সুলতান গাজী জানান, ‘প্রায় ১ বছর ধরে হোটেলটিতে কর্মচারী হিসেবে রয়েছেন উজ্জল। দুপুরে হোটেলের পেছনের অংশে একা  বসে পানিতে পেপে ধোয়ার কাজ করছিলেন। জুমার নামাজ পড়ে এসে দেখতে পাই বিদ্যুতায়িত হয়ে অচেতন অবস্থায় পড়ে আছেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে প্রথমে খিদমাহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

মো. সুলতান আরও জানান, ধারণা করা হচ্ছে, বিদ্যুতের কোনো তার ছিঁড়ে লোহার অ্যাঙ্গেলে বিদ্যুতায়িত হয়েছিল। তার পাশে বসে কাজ করার সময় কোনোভাবে সেখানে হাত যাওয়ায় উজ্জ্বল বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু